এক ৫ জুলাই, রাত ১টা আকাশে চাঁদ বা তারা কিছুই নেই । ঝোপঝাড় আর রকেট সাইজের রাক্ষুসে মশায় ভর্তি পরিতেক্ত বডি ওয়ার্কসপে দাপটের সঙ্গে রাজত্ব করছে ঢাকার নিকষ কালো রাত । তার মধ্যে এখানে-সেখানে জটলা করছে কিছু লোক । আকাশের গায়ে তাদের কাঠামো ফুতে আছে । তারা নিচু স্বরে কথা বলছে । আলোচনার বিষয় যদিও গোপন কিছু নয়, তবুও পরিবেশ টান টান উত্তেজনা । কেউ কেউ সিগার ফুকছে আপন মনে । মেঘ আজ খুব নিচে নেমে এসেছে । আকশের গর্জনে কান ঝালাপালা করে দিচ্ছে । এই রাতের অন্ধকার-কে ভেঙ্গে খা খা করে দিলো এক মূহূর্তে জ্বলা সামনের বিএমডব্লিওর হেডলাইট । আবার নিস্তব্দতা ! গল্প করা লোকগুলো এখন আর কথা বলছে না, দেখে মনে হচ্ছে সামরিক মহড়ায় আছে যে যার মত পজিশন নিয়ে নিচ্ছে । আগত গাড়ি থেকে যে মানুষ নেমে আসছে তাকে ছায়া মূর্তি বলে মনে হবে, মাথায় কালো টুপি লম্বা ওভার কোর্ট কাল সু, মানুষ্টা লম্বা ছিমছাম গায়ে মেদ নেই চখ গাঢ় কালো, ক্লিন সেভ । গল্প করা একজন লোক আগত মানুষটার দিকে এগিয়ে যাচ্ছে, সামনে দাঁড়িয়ে ডান হাত কপালে ঠেকিয়ে আমি ক্যাপ্টেন বাছির উল্লাহ –স্যার । বাছির উল্লাহ অপারেশন কমান্ডার । বাছির উল্লাহ এর আগে বাংলাদেশ আর্মিত...
RitonRH Vlog
Books are mens best companions in life. Knowledge is vaster than an ocean. They are your friends through you life. Everybody gas the right to walk freely in the ocean of knowledge -- RitonRH