Skip to main content

Posts

Intrigue-Unravel the mystery (01) | চক্রান্ত- রহস্য উন্মোচন (০১)

এক ৫ জুলাই, রাত ১টা আকাশে চাঁদ বা তারা কিছুই নেই । ঝোপঝাড় আর রকেট সাইজের রাক্ষুসে মশায় ভর্তি পরিতেক্ত বডি ওয়ার্কসপে  দাপটের সঙ্গে রাজত্ব করছে ঢাকার নিকষ কালো রাত । তার মধ্যে এখানে-সেখানে জটলা করছে কিছু লোক । আকাশের গায়ে তাদের কাঠামো ফুতে আছে । তারা নিচু স্বরে কথা বলছে । আলোচনার বিষয় যদিও গোপন কিছু নয়, তবুও পরিবেশ টান টান উত্তেজনা । কেউ কেউ সিগার ফুকছে আপন মনে । মেঘ আজ খুব নিচে নেমে এসেছে । আকশের গর্জনে কান ঝালাপালা করে দিচ্ছে । এই রাতের অন্ধকার-কে ভেঙ্গে খা খা করে দিলো এক মূহূর্তে জ্বলা সামনের বিএমডব্লিওর হেডলাইট । আবার নিস্তব্দতা ! গল্প করা লোকগুলো এখন আর কথা বলছে না, দেখে মনে হচ্ছে সামরিক মহড়ায় আছে যে যার মত পজিশন নিয়ে নিচ্ছে । আগত গাড়ি থেকে যে মানুষ নেমে আসছে তাকে ছায়া মূর্তি বলে মনে হবে, মাথায় কালো টুপি লম্বা ওভার কোর্ট কাল সু, মানুষ্টা লম্বা ছিমছাম গায়ে মেদ নেই চখ গাঢ় কালো, ক্লিন সেভ । গল্প করা একজন লোক আগত মানুষটার দিকে এগিয়ে যাচ্ছে, সামনে দাঁড়িয়ে ডান হাত কপালে ঠেকিয়ে আমি ক্যাপ্টেন বাছির উল্লাহ –স্যার ।  বাছির উল্লাহ অপারেশন কমান্ডার । বাছির উল্লাহ এর আগে বাংলাদেশ আর্মিত...

ডিটেকটিভ এন্ড মিস লিলি / শেষ পর্ব | Detective and Miss Lily | Last Episode

মোঃ জাহিদুল ইসলাম রিতন  ---শেষ পর্ব---                 শ্যাওলার ঘন একটা স্তর পার হয়ে আরও অনেকটা নীচে নেমে এল রায়হান । গাছের ঝুরির মতন কিছু যেন ছড়িয়ে আছে, আর তারই ফাঁকে ফাঁকে জমাট শ্যাওলা ফণমনসার পাতার আক্রিতি নিয়ে একটা উচু পাথরের চারপাশে ছড়িয়ে রয়েছে । হাতের বর্শাটা দিয়ে তলাটা খুচিয়ে দেখল রায়হান, তারপর বুঝতে পারল, সিন্দুকটা ওই পাথরের নিচেই রয়েছে । মিনিট ছয়েক লাগল তার দড়ি দিয়ে সিন্দুকটা বাধঁতে । চারধার ইস্পাতের বেল্ট দিয়ে আটানো । শ্যাওলায় পিছিল হয়ে আছে সিন্দুকের গা ।     কিন্তু পল স্টোফার গেল কোথায় ? রায়হান উপরের দিকে উঠে আসতে লাগল । সিন্দুকের দড়িটা কোমরের বেল্টের সঙ্গে আটকে দিয়েছিল । তীরে উঠে আর একটা প্রান্ত বেঁধে দেবে গাড়ীর পেছনে ।     পানির উপর মাথা তুলেই দেখল ভোর হয়ে আসছে । লেকের ওপারের পাইনের বনের পেছনে পাহাড়ের চূড়োর মাথায় প্রভাতের ফিকে আলোর রেশ । মেরিকিন সেই গাছটার নীচে তেমনি দাঁড়িয়ে আছে লুগারটা উচিয়ে । “সিন্দুকটা খুঁজে পেয়েছি মেরিলিন । আমিই খুঁজে পেলাম ওটাকে...

ডিটেকটিভ এন্ড মিস লিলি/চতুর্থ পর্ব | The Detective and Miss Lily | Episode 4

মোঃ জাহিদুল ইসলাম রিতন  ---চতুর্থ পর্ব---    পরের দিন ভোরে সে খবরের কাগজে খবরটা পড়ল । আইফেল টাওয়ারের উঁচু চূড়ো থেকে পড়ে গিয়ে অটো বাগনার নামে একটা লোক মারা গেছে । খবরে বলা হয়েছে, বগনার এক ডিনারের নেমন্তন্ন রাখতে আইফেলের ওই উঁচু রেস্তোঁরাতে গিয়েছিল । তখন রাত বেশ গভীর । বগনার হঠাৎ রেস্তোঁরার বাইরে এসে রেলিং টপকে শূন্যে ঝাঁপ দিয়েছেন ও মারা গেছেন । মনে হয়, এটা একটা আত্মহত্যার ঘটনা ।    কিন্তু আমি বলবো, পেছন থেকে কেউ বগনারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে । মনে মনে বললো রায়হান । নাজীদের জমানো গুপ্তধনের শেয়ার থেকে একজন অংশীদার বাদ গেলে অন্যদের লাভ । তারাই কেউ খুন করেছে । ......মেরিলিন তাকে দেখে অবাক হয় । বলল, এতো ভোরে ?” হ্যাঁ, একটু তাড়াতাড়ি উঠলাম ! শোন, মেরিলিন, আমি ঠিক করেছি লেক মুঞ্চেনের দিকে আমরা দুইজনেই রওনা হব । ওদের সঙ্গে যাব না ।” কেন?” মেরিলিনের প্রশ্ন । “অটো বাগনারকে কেউ ধাক্কা মেরে ফেলে দিইয়েছে , সে মারা গেছে । আমি ভেবেছিলাম, এই বগনারই বোধহয় ‘কিং কোবরা’ । কিন্তু এখন দেখা যাচ্ছে “কিং কোবরা” আড়াল থেকেই কাজ করে যাচ্ছে । এবং সে অটো বাগনারকে খুন ক...

ডিটেকটিভ এন্ড মিস লিলি | তৃতীয় পর্ব | The Detective and Miss Lily | Episode 3

   মোঃ জাহিদুল ইসলাম রিতন ---তৃতীয় পর্ব---     “জেল থেকে ছাড়া পেয়ে আপনার স্বামী প্যারিসের সেই ‘কিং কোবরা’ ক্লাবের মিটিং এ গিয়েছিলেন ?” “না, উনি মাসের পর মাস অপেক্ষা করে কাটালেন । তারপর এই কিছুদিন আগে উনি একটা অদ্ভুত চিঠিপান ।” “আপনার স্বামী এখন কোথায়, মিস মেরিলিন ?” “মারা গেছেন !! ঠিক যেদিন উনি মারা যান, সেইদিনই ওর নামে এই চিঠিখানা এসে পৌছায় ।” হাত-ব্যাগ খুলে একখানা খাম বাড়িয়ে দিল মেরিলিন । খাম খুলে বের করল রায়হান । “কি করে মারা গেলেন উনি ?” উনি বলতেন, কেউ একজন ওকে খুন করার চেষ্টা করছে । “ওর ধারণা প্যারিসের সেই গুপ্ত ক্লাবটারই কোন ‘কিং কোবরা’ ওকে হত্যা করার জন্য খুঁজে বেরাচ্ছে ! সেদিন ভোরে উঠে উনি হাইওয়েতে বেড়াতে গিয়ে একটা ‘হিট অ্যান্ড রান’ ড্রাইভারের গাড়ীর চাকার নীচে পড়ে মারা যান ।” “আর আপনি ভাবলেন এটা নিশ্চয়ই একটা মার্ডার !” “নিশ্চয়” “হয়তো এই চিঠিটা এ ব্যাপারে কিছু জানতে পারে !” চিঠিটায় লেখা আছেঃ “কর্ণেল মেইনস্টেইন, আশা করি আপনি আপনার প্রতিশ্রুতি ভুলবেন না । আগামী ১৯শে মে রাত দশটার সময় প্যারি হোটেলের আট তলায় ‘কিং কোবরা’...

ডিটেকটিভ এন্ড মিস লিলি | দ্বিতীয় পর্ব | The Detective and Miss Lily | Episode 2

মোঃ জাহিদুল ইসলাম রিতন  ---দ্বিতীয় পর্ব---   সুরেলা গলায় যুবতী হেসে উঠল । রায়হান হঠাৎ জেগে উঠল যেন । এতক্ষণের স্বপ্ন ভেঙ্গে গেছে । গম্ভীর এবং রুক্ষকন্ঠে বললো, “বুঝেছি, আপনি আমায় নিয়ে তামাসা করছেন । মজা করার জন্যেই এসেছেন !” “---না না, আমি মোটেই তামাসা করছি না মিঃ রশিদ ।” আপনার সমস্যাটা বললেন না তো ?” “এই আমার কার্ড রইলো । সন্ধ্যের পরেই আপনি আমার বাড়ি যাবেন, সেখানেই কথাটা হবে ।” “কোথায় আপনার বাড়ী ?” “কার্ডেই রয়েছে ঠিকানাটা ।”   প্রথম পর্ব লিংক  যুবতী এগিয়ে গেল দরজার দিকে । রায়হানও তার সঙ্গে নীচে নেমে এল । যুবতী রাস্তার ও-পাশে একটা গাড়ীতে গিয়ে উঠতেই গাড়ীটা স্টার্ট দিল । আর সদর দরজায় এসে আশ্চর্য হয়ে রায়হান দেখলো, হালফিল মডেলের ঝক ঝকে একটা শেভ্রলে গাড়ী দাঁড়িয়ে আছে সিঁড়ির কাছেই !   নতুন গাড়ীটা মিসেস আলীও দেখলেন । সদর দরজার কাছেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বাড়ীউলী । রায়হান বলল, “দেখলেন, আমার জন্যে আস্ত একটা শেভ্রেল । কেউ বিশ্বাস করবে । ” “আনকোরা টাটকা নতুন একটা গাড়ী......তারপর এই পঞ্চাশ হাজার টাকা ।” ...